বিডিনগ ১৮-এ ৩টি কর্মশালায় ১০০ প্রশিক্ষণার্থী শিখছেন পেশাদার প্রকৌশল

১৩ জুলাই, ২০২৪ ১৯:২১  

দশম বর্ষপূর্তীর সম্মেলন শেষে পর্যটন নগরীর কক্সবাজার লং বিচ হোটেলে পূর্ণদ্যোমে চলছে নেটওয়ার্ক প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ অপারেটর নেটওয়ার্কের (বিডিনগ) ১৮তম সম্মেলনের কর্মশালা। উপকূলীয় বৈরী আবহাওয়ার মধ্যে চলমান তিনটি স্বতন্ত্র্য ‍বিষয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় শনিবার সকাল থেকেই আবাসিক সুবিধা নিয়ে সময়মতো সতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন প্রশিক্ষনার্থীরা।

এদের মধ্যে সেগমেন্ট রাউটিংয়ে ৩৫ জন এবং এডভান্সড বিজিপি ও আইএক্সপি, ইন্টারনেট প্রকৌশলীদের জন্য নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে ৪০ জন এবং রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন সর্বোচ্চ ৪৫ জন পেশাজীবি। এরমধ্যে দুইজন নারীসহ মোট ৬জন ফেলোশিপ প্রাপ্ত।

নেটওয়ার্ক সুরক্ষা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) নেটওয়ার্ক এনালিস্ট আওয়াল হাওলাদার এবং কমিউনিটি ট্রেইনার শায়লা শারমিন। শনিবার তারা ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্কের সুরক্ষা, ডিডস আক্রমণ প্রতিহত করা এবং হানিপটস ও হানিনেটস সম্পর্কে শিখিয়েছেন। সেগমেন্ট রাউটিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এপনিক কমিউনিটি ট্রেইনার কাজী তাহমিদ ও নেটওয়ার্ক অ্যানালিস্ট মোঃ জোবায়ের খান। এছাড়াও অ্যাডভান্স বিজিপি এবং মাইক্রোটিক ব্যবহার করে আইএক্সপি শেখাচ্ছেন এপনিক নেটওয়ার্ক প্রকৌশলী মাহবুব হাসান পাভেল, মোঃ শামসুজ্জামান এবং ইমাম হাসান রাজা।

https://digibanglatech.news/news24x7/local/ict/135544/?swcfpc=1

প্রশিক্ষণার্থীরা ল্যাপটপ নিয়ে নিবিষ্ট মনে শিখছেন পেশাদার মানোন্নয়নের প্রকৌশল। প্রশিক্ষকেরা নানা মডেল ও ভিজ্যুয়াল উপস্থাপনায় কর্মশালাকে করে তুলছেন সহজবোধ্য। আবার ফাঁকে ফাঁকে দলবেধে ছবি তোলা, নেটওয়ার্কিংও চলছে সমানতালে।

আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে এই টেকনিক্যাল সেশনগুলো। বিডিনগ ১৮ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ২৫টি স্পন্সর। প্লাটিনাম স্পন্সর এপনিক ফাউন্ডেশন ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ সেক্টর। ফেলোশিপ স্পন্সর করেছে ফ্লেক্সঅপটিক্স। গোল্ড স্পন্সর এপনিক, টিম সাম্রু, বিডি হাব লিমিটেড, বিডিআইএক্স, জেনি নেটওয়ার্কস, বাহন লিমিটেড, লেভেল থ্রি, বিডি রেন ও এফ৫।

সিলভার স্পন্সর গুগল, রাসা, বিএসসিসিএল, এসটিআই, এক্সেল টেকনোলজিস, উইন্ডস্ট্রিম, পিয়ারেক্স ও আইকান।

https://digibanglatech.news/news24x7/local/ict/135495/?swcfpc=1